মাথায় হাত কুমড়ো চাষিদের,লকডাউনের রেশ
দ: দিনাজপুর : দেশের অধিকাংশ সস কারখানায় ব্যবহৃত অন্যতম কাঁচামাল কুমড়োর যোগান দেয় দক্ষিণ দিনাজপুর। জেলার খাসপুর সৈয়দপুর দুর্লভপুর ও বোল্লা এলাকার কয়েক হাজার হেক্টর জমিতে উৎপাদিত কুমড়ো কলকাতা দিল্লি মুম্বাই এর মত বড় বড় শহরের সসের কারখানায় রপ্তানি হয়ে থাকে। কিন্তু এবছর লকডাউন এর জেরে কারখানা গুলির ও গাড়ি চলাচল বন্ধ থাকায় মাঠেই পড়ে থেকে পঁচে যাচ্ছে কুমড়ো। কষ্টার্জিত ফসল বেচতে না পেরে মাথায় হাত পড়েছে কৃষকদের। সস ফ্যাক্টরি গুলির পাশাপাশি বাজার হাটেও খদ্দের না থাকায় ১ টাকা কেজি দরেও কেউ কুমড়ো কিনতে চাইছেন না।

এবছর দক্ষিণ দিনাজপুরে ৩০হাজার মেট্রিক টনেরও বেশি কুমড়ো উৎপাদিত হয়েছে। দুর্লভপুরে বাড়ি কৃষক প্রদ্যুৎ মন্ডল বলেন অন্যান্য বছর হাটে বাজারে সব্জি বিক্রির পাশাপাশি গ্রাম থেকেই বড় বড় লরিতে বোঝাই হয়ে এই কুমড়ো গুলি ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বাইরে সস কারখানা চলে যেত। কিন্তু লকডাউনের জেরে এবার তা আর হচ্ছে না।

কৃষকরা ঋণ করে এই সবজি লাগিয়েও তা বিক্রি করতে না পারায় চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। কৃষকদের আবেদন সরকার তাঁদের জন্য কিছু ভাবনা চিন্তা করুক।