প্রয়াত অভিনেতা ইরফান খান
7 জানুয়ারি 1967 সালে রাজস্থানের জয়পুর শহরে মুসলিম পাঠান পরিবারে জন্ম হয় ইরফান খানের। 16 বছর বয়সে নাসিরুদ্দিন শাহ অভিনয় দেখে প্রভাবিত হয় ইরফান খান। জুনুন সিনেমার অভিনেতা রাজেশ বিবেকের অভিনয় দেখে অবাক হয়ে যান। তাঁর পরে ইরফান খান অভিনয় করার ইচ্ছে প্রকাশ করে। লোকাল থিয়েটার অভিনেতা খুরাম সাহেব তাকে এনএসডি যেতে বলেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা পরীক্ষায় প্রথম বারেই চান্স পেয়ে যায়। এনএসডি পাশ করার পর সে বলিউডে প্রথম সিনামা ‘সালাম বোম্বে’ ছোট একটি রোল দিয়ে শুরু করে। তার অন্যতম সিনেমা গুলি , দ্য লাঞ্চবক্স ,মাদারি ,হিন্দী মিডিয়াম ,পিকু, ইংলিশ মিডিয়াম ,পান সিং তোমার,মাকবুল ইত্যাদি। পিকু ছবির ডিরেক্টর সুজিত সরকারের সঙ্গে সুসম্পর্ক ছিল অভিনেতার। তিনি এদিন ট্যুইট করে ইরফানের চলে যাওয়ার খবর জানান। তিনি লেখেন, ‘ইরফান তুমি অনেক লড়াই করেছ।তোমার জন্য গর্ব হয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বইয়ের বেসরকারি কোকিলাবেন হাসপাতালে ভর্তি হন । ২৯শে এপ্রিল ২০২০বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহান অভিনেতা ইরফান খান। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৫৩। ইরফান খানের মৃত্যুতে শোকাহত গোটা বলিউড ইন্ড্রাস্টি।