প্রতি মুহূর্তে রূপ বদলাচ্ছে করোনা ভাইরাস।এখন আরো নতুন দশটি রূপে করোনা ভাইরাস আগের থেকে বেশি শক্তিশালী। ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল জিওমিস এর বিজ্ঞানীরা ৫৫টি দেশের করোনা ভাইরাস আক্রান্ত স্যাম্পল নিয়ে ৩৬৩৬ টি পরীক্ষা করেন। সারা বিশ্বে করোনার মোট ১১ টি স্টেট আছে এরমধ্যে ‘স্ট্রেঞ্জ O’ চীন থেকে উৎপন্ন হয়েছে। চীনের যেসব জায়গায় করোনা ভাইরাস পাওয়া গেছে প্রায় বেশিরভাগ জায়গায় ‘স্ট্রেঞ্জ O’ সংক্রমিত মানুষ। কিন্তু যখন এই ভাইরাস পৃথিবীর অন্যান্য দেশে ছড়াতে শুরু করলো তখন এর রূপ পরিবর্তন হতে থাকে। ‘O স্ট্রেঞ্জ’ থেকে A1,A1a,A2,A2a,A3,A5,B1,B2,B4-1,B42 – A2a স্ট্রেন বাকি সব স্ট্রেঞ্জের থেকে শক্তিশালী। সারা বিশ্বে প্রায় ৫০.৮ শতাংশ করোনাই আক্রান্ত মানুষ এই A2a স্ট্রেঞ্জ থেকে ভারতে ৪৭.৫ শতাংশ মানুষ A2a স্ট্রেঞ্জে আক্রান্ত। কোভিড ১৯ দুই রকম জল বায়ুতেই প্রভাব ফেলছে যেমন মধ্যএশিয়া ও আফ্রিকার মত গরম রেগিস্থানে আবার সুইজারল্যান্ড এর মত ঠান্ডা জায়গাতেও। করনা ভাইরাসের আগে তিনটি লক্ষণ দেখা যাচ্ছিল যেমন শ্বাস নিতে কষ্ট, কফের সঙ্গে কাসি, জ্বর এই তিনটি লক্ষনের ওপর ভিত্তি করে ডাক্তাররা চিকিৎসা করছিলেন। কিন্তু আমেরিকার DCD এর মতে করোনা এখন ছয়টি নতুন রূপে যেমন ঠান্ডা লাগা, মাথা ব্যাথা, ঠাণ্ডার সাথে কপকপি, ঘুমানোর ক্ষমতা কমে যাওয়া, মাস পেশিতে ব্যাথা, শরীরের সক্ষমতা কমে যাওয়া করোনার এই লক্ষণ ইনফেকশন হওয়ার ২ থেকে ১৪ দিনের মধ্যে সামনে আসতে পারে। সূত্র : ইন্ডিয়া টিভি